শফিকুল ইসলামঃ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ ফাঁড়ির এটিএসআই/মোঃ মতিয়ার রহমান সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এর সামনে কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর একটি থ্রী হুইলার (মিনি টমটম) কে তল্লাশি করে করে একটি টমটম গাড়ির সিট এর নীচে পলিথিনের ভিতর কচ টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়।
পরে প্যাকেটে থাকা ৫০টি নীল রং এর জিপার ব্যাগ পাওয়া যায়, এতে ৫০টি জিপার ব্যাগ খুলে প্রতিটিতে ২০০ পিস করে মোট ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়,পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয় ।
সোমবার(১৪ আগষ্ট) রাত ১২.৩০ সয়ম আসামিকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃত আসামী তার নাম নুরুল মোস্তফা (২২), পিতা- আবু তাহের, মাতা- জাহেদা বেগম, সাং- আলী আকবর পাড়া, ওয়ার্ড নং- ০১, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার । জব্ধকৃত ইয়াবার আনুমানিক মূল্য (১০০০০×৩০০) ৩০০০০০০/- (ত্রিশ লক্ষ) টাকা এবং টমটম এর মূল্য অনুমান ১৫০০০০/- (এক লক্ষ পঞ্চাশ) টাকা।
ঘটনাটি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সিরাজুল ইসলাম,তিনি জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে টেকনাফ থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।
0 মন্তব্যসমূহ