বার্তা পরিবেশক
কক্সবাজার জেলা শহরের পেশাদার সাংবাদিকদের জীবন মান উন্নয়ন ও পেশাদারিত্ব রক্ষায় সাংবাদিকতার আগামীর দূর্গম পথ সমৃদ্ধ করতে ৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সিটি প্রেসক্লাব কক্সবাজার শহরের আলির জাহালস্থ সায়মা ওশান সিটি নিজস্ব কার্যালয়ে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সিনিয়র সহ-সভাপতি মোস্তফা সওয়ার সম্পাদক দৈনিক সাগরদেশ,সহ-সভাপতি, ইমাম খাইর দৈনিক আমার বার্তা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আয়াছ রনি নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের কক্সবাজার,সহ-সম্পাদক এম সাইফুল ইসলাম মাই টিভি, সাংগঠনিক সম্পাদক, রাশেদ মাহমুদ বাংলাদেশ বুলেটিন,
সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সোহাগ আনন্দ টিভি, ওসমান গনি প্রচার সম্পাদক এশিয়ান টিভি,
মোহাম্মদ জহির উদ্দিন অর্থ সম্পাদক দৈনিক আমাদের বাংলা, শফিকুল ইসলাম-দপ্তর সম্পাদক, দৈনিক আমাদের কক্সবাজার।
এছাড়া সদস্য হিসেবে রয়েছে
তানভীর রাজা চৌধুরী, সম্পাদক দিগন্ত ধারা, মাহবুব আলম মিনার মাই টিভি( উখিয়া) আরমান হোসেন দৈনিক মেহেদী, রেজাউল করিম দৈনিক কক্সবাজার, বিজয়র কুমার ধর দৈনিক দেশ বিদেশ,
হাফেজ আহাম্মদ জিসান দৈনিক আপন কন্ঠ
সাহাদত হোসেন দৈনিক কক্সবাজারবাণী, ফয়সাল মাহমুদ দৈনিক আমাদের কক্সবাজার, আব্দুস শুক্কুর দৈনিক আলোকিত উখিয়া, আকবর বাদশা প্রাইভেট ডিটেকটিভ,
0 মন্তব্যসমূহ