পঞ্চগড়ে আগাম জাতের আমন ধান কাটা উৎসবের উদ্বোধন


মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
 

পঞ্চগড়ে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের কমলাপুর এলাকায় কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল উৎসবের উদ্বোধন করেন। এ সময় তারা স্থানীয় কৃষক সোহরাব হোসেনের এক বিঘা জমির ধান কম্বাইন হারভেস্টারের মাধ্যেমে কর্তন পরিদর্শন করেন। পরে আগাম জাতের রোপা আমন ধানের সাথে যুক্ত কৃষকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মাহবুবার রহমান, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের প্রকল্প পরিচালক বেনজীর আলম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প পরিচালক মখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলার কৃষি কর্মর্কতা কামাল হোসেন সরকার প্রমুখ বক্তব্য দেন।

সভায় বলায় হয়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় অন্য জেলার মত পঞ্চগড়ের কৃষকরাও সরকারের দেওয়া ভূর্তকির আওতায় কম্বাইন হারভেস্টার কিনতে পারবেন। সেক্ষেত্রে মোট মুল্যের ৫০ শতাংশ সরকারিভাবে পাবেন কৃষকরা। ক্ষেত থেকে ধান কর্তনে ১৮ জন কৃষি শ্রমিকের সমপরিমান কাজ করবে এই মেশিন। এতে আমনের উৎপাদন খরচ আরও কমে আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ