আমন ধানে স্বপ্ন দেখছে পঞ্চগড়ের কৃষক


মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ

জেলা জুড়ে আমন ধানের ক্ষেত এখন কৃষকের স্বপ্ন। কখন পাকবে ধান এমন আপেক্ষার পালা শেষের দিকে। সারা জেলায় ধানের ক্ষেত এখন কৃষকের মাঝে আনন্দময় করে রেখেছে। সব ধান প্রায় পেকে গেছে। ঝড়-বৃষ্টি না হলে সব মিলিয়ে সর্বোচ্চ ১৫ দিনের মাথায় পুরোপুরি আমন ধান কাটা শুরু হবে।

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুচরাপাড়া  ,দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের টাকাহারা, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বামন হাট, আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের পনিশাইল ও তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মুহুরীহাট এলাকা ঘুরে দেখা যায় সব দিকে আমন ধানের ক্ষেত এখন সবুজের সমারোহ। 

সাতমেরা ইউনিয়নের সাহেবী জোত গ্রামের কৃষক ছবিবর রহমান বলেন ‘ ধান বেশ ভালো হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে আমন ধান কাটামাড়াই শুরু হবে। শালডাঙ্গা ইউনিয়নের কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায় ‘ আমন ধাণের ফলন বেশ ভালো হয়েছে। তারা জানান ১২০/১৫ দিনের মধ্যে সব জায়গাতেই শুরুর হবে ধান কাটাও মাড়াইয়ের কাজ।

জেলা কৃষি সম্প্রসারন সূত্রে জনা গেছে ‘ এবারে সারা জেলায় মোট ১ লাখ ১০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।গতবার ছিলো ৯৯ হাজার ৬৩৫ হেক্টর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ