এন.এম হামিদী বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারী সদরে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ামোড় দোলাপাড়া গ্রামের আবেদ আলীর ১ টি মোবাইল চুরি হলে সে সুমন ও সুজনের বাবা আঃ মজিদ ও তার মা মমতা বেগমকে জানায়।
আব্দুল মজিদের বাড়ির নিকট দিয়ে আবেদ আলী বাড়ি ফেরার সময় ঐ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আঃ মজিদ, সুজন, সুমন, নাজমুল, সোয়েল, হারুনসহ আরও অনেকে আবেদ আলীকে বেধরকভাবে মারপিট করতে থাকে। সংবাদ পেয়ে আবেদ আলীর মা জোবেদা বেগম এগিয়ে গেলে তাকেও তারা মারপিট করে। উত্তেজনা থামাতে এলাকাবাসী ৯৯৯ এ ফোন করে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকা শান্ত করে এবং আহত দুজনকে হাসপাতালে ভর্তি করে।
অপর পক্ষে মমতা ও সুজনকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে নীলফামারী থানায় মামলার প্রস্তুতি চলছে।
0 মন্তব্যসমূহ