ডোমারে বিট পুলিশিং এর উঠান বৈঠক


রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার:
 

নীলফামারীর ডোমার থানার বিট নং-৮ (সদর ইউনিয়ন) এর উদ্যোগে সোমবার দুপুরে দেবীরডাঙ্গা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম। 

এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আবদুল্লাহ, পুলিশ পরিদর্শক(তদন্ত) সোহেল রানা,  ৮নং বিট এর দায়িত্বরত সাব ইন্সপেক্টর শাহ আলম, ডোমার ইউপি চেয়াম্যান মোছাব্বের হোসেন মানু,সাবেক ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ,বিট পুলিশিং এর সভাপতি রশিদুল ইসলাম, এলাকার রাজনৈতিক ও সামাজিক গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 

উঠান বৈঠক শেষে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান উক্ত এলাকায় বাংলাদেশ পুলিশ কতৃক দুস্থ গৃহহীনকে গৃহ প্রদানের জন্য ক্রয়কৃত জমি পরিদর্শন করেন।

সভায় পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসার আহব্বান জানিয়ে বলেন, কিছুদিন পর সনাতন ধমার্বলম্বীদের সবচেয়ে বড় ধমর্ীয় উৎসব দূগার্পূজা শুরু হবে। শান্তিপূর্ন ভাবে উক্ত উৎসব সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ