কক্সবাজার শহর থেকে ডাবল মার্ডার মামলার ৪নং আসামী গ্রেফতার

 

আক্তার কামাল সোহেলঃ কক্সবাজার শহরে হোটেল-মোটেল জোন এলাকা থেকে কিশোর সন্ত্রাসী মঈনউদ্দীন (১৮) কে, আটক করা হয়,সং দক্ষিণ রুমালিয়ার ছড়া, সমিতি বাজার এর বাসিন্দা জিয়াউর রহমান এর ছেলে,

 কক্সবাজার শহরের দঃ রুমালিয়ার ছড়ার সিকদার বাজার এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ডাবল মার্ডার  মামলার এজাহারভুক্ত ৪নং আসামীকে  কলাতলী থেকে গ্রেফতার করেছে শহর ফাঁড়ির পুলিশ।৭ই জুন সোমবার রাত আনুমানিক ৯টার দিকে

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, রবিবার রাত অনুমানিক ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কলাতলীর একটি রিসোর্টে বন্ধুর জন্মদিন পালনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে কিশোর সন্ত্রাসী মঈনউদ্দীন(১৮)কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ