রাজারহাটে গবীর কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ


রাশেদ স্টাফ রিপোর্টা কুড়িগ্রামঃ
 

কৃষক বাচঁলে বাচঁবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে অসহায় কৃষক  ভরত চন্দ্রের  ২৫ শতক জমির  ধান কেটে বাসায় পৌছে দেয়   ঘড়িয়ালডাঙ্গার ছাত্রলীগ। 

জানা যায়  রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন এর  চেতনা মিলের পাড় ধনি পাড়া এলাকার কৃষক ভরত চন্দ্র রায়ের  ২৫ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেয়  দুরন্ত আকাশ সহ  ওই ইউনিয়ন এর আজিবর রহমান ,অমিতাভ রায় ,ধিমেন রায়, ফিরোজ আহমেদ ,শান্ত রায়, রাজিকুল ইসলাম ,জিবন রায় , আসরাফুল ইসলাম সহ ইউনিয়ন ছাত্রলীগের আরও ১৪ জন নেতৃবৃন্দ। 

এ বিষয়ে আকাশ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার নিদেশনায় আমরা গরীব কৃষকের ধান কেটে দিলাম, আমাদের এই কাজ চলমান থাকবে। এই বিষয়ে কৃষক ভরত চন্দ্র বলেন, টাকার অভাবে আমি আমার ক্ষেতের পাকাধান কাটতে পারছিলাম না, পরে একজন বললো ছাত্রলীগের ছেলেরা ধান কেটে দেয়, আমি পরে ছাত্রলীগের আকাশ এর সাথে যোগাযোগ করি, তারা কোন পারিশ্রমিক ছাড়াই আমার ধান ঘরে তুলে দিয়েছে। এতে আমি অনেক খুশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ