আদর্শ পৌরসভার রুপকার নীলফামারীর মেয়র


অনলাইন ডেস্কঃ

নীলফামারীতে ২৫৭ জন ইমাম,মুয়াজ্জিনকে ঈদ উপহার দিয়েছেন মেয়র দেওয়ান কামাল আহমেদ। সেলাই খরচসহ নীলফামারী শহরের ২৫৭জন ইমাম মুয়াজ্জিনকে ঈদ উপহার দিয়েছেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। উপহার সামগ্রীর মধ্যে ছিলো সেলাই খরচসহ পায়জামা-পাঞ্জাবী কাপড় এবং ইফতার।

সোমবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এসব উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেয়র দেওয়ান কামাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন ও নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউপ প্রমুখ ।

মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, করোনার এই সময়ে সবাই সংকটে রয়েছেন। স্বাভাবিক ভাবে আমরা ঈদ উদযাপন করতে পারছি না। বিশেষ করে ধর্মীয় নেতাগণ করোনা মোকাবেলায় বিশেষ অবদান রেখেছেন তাদের একটু হলেও সম্মানিত করার চেষ্টা করছি মাত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ