ডোমারে বায়োফর্টিফাইট জিংক ধানের মাঠ দিবস অনুষ্ঠিত


রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার:
 

নীলফামারীর ডোমার উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে বায়োফর্টিফাইট জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪’র উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামে হারভেষ্টপ্লাস প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ মাঠ দিবসটির আয়োজন করে। 

দিবসটিতে নীলফামারী জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা চৌধুরী আবু আলা মওদূদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জোড়াবাড়ী ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. আনিছুজ্জামান। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, আরডিআরএস বাংলাদেশের কৃষি কর্মকর্তা কৃষিবীদ অনুপ কুমার ঘোষ, নীলফামারী ইউনিটের কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোহিদুল ইসলামসহ শতাধীক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। 

মাঠ দিবসে জানানো হয়,  জিংকের অভাবে ডায়রিয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, টাক সমস্যা, খাটো হওয়া, মাতৃত্বজনিত সমস্যা এবং নিউমোনিয়া দেখা দেয়। জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ ধান মানুষের জিংকের চাহিদা পূরণ করবে। এ ধানে ব্লাস্ট রোগ আক্রমণ করতে পারে না। হেক্টরে ছয় মেট্রিন টন ধান উৎপাদন হয়।  মাঠ দিবসে কৃষকদের জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ চাষে উৎসাহিত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ