ভারতে করোনার দাপট‘ বাংলাবন্ধা স্থলবন্দরে সর্তকতা অবল্বনের নির্দেশ


মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ

ভারতে করোনা ব্যাপক আকার ধারণ করায়  বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তে সতর্কতা অবলম্বনে ভারতীয় ফুলবাড়ী এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে।শনিবার বিকেলে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বিষয়টি নিশ্চিত করেন।

এ চিঠির অনুলিপি নেপাল ও ভুটানের সংশ্লিষ্টদেরও দেওয়া হয়েছে।অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার সতর্কতার সঙ্গে ভারতের লোক চলাচল সাময়িকভাব বন্ধ রাখলেও ব্যবসা-বাণিজ্য চালু রাখতে স্থলবন্দরসমূহে অধিকতর নিরাপত্তা ও সতর্কতা অবলম্বনে সবাইকে নির্দেশ দিয়েছে।

আমরা আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্ট সকলেই সাধ্যমত স্বাস্থ্যবিধি মানতে বদ্ধপরিকর রয়েছি।আমাদের জনপ্রতিনিধিরা, সরকারি প্রশাসন এক্ষেত্রে সতর্ক থেকে তৎপর রয়েছেন এবং আমাদের নানারকম সহযোগিতা করছেন।পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, করোনার প্রাদুর্ভাব ভারতে ব্যাপক আকার ধারণ করায় ভারতীয় পণ্যবাহী গাড়িসমূহকে ডিজ ইনফেকশন করা, গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।যদি তারা এই নির্দেশনা না মানে তবে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

তাই আমরা করোনা মহামারি প্রতিরোধে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সতর্ক থেকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় সকলকে সচেষ্টা থাকতে অনুরোধ করছি। তবে রোববার এ বিষয়ে বাংলাবান্ধাস্থলন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক  একজন রাজস্ব কর্মকর্তা জানান  আমরা বিষয়টি সকল শ্রমিকদের বিসয়টি সর্তকতার জানিয়েছি। তবে গাড়ির চালকদের সে ব্যপারে একটু অবহেলা রয়েছে সেটি স্থলবন্দর কর্তপক্ষ দেখবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ