নীলফামারীতে রশিদা ফিলিং স্টেশনের জরিমানা


স্টাফ রিপোর্টার নীলফামারীঃ 

খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং মেট্রিক পদ্ধতির প্রচলন বাস্তবায়নসহ ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআই’র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে নীলফামারীর ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোট পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে নীলফামারীর গাছবাড়ীস্থ মেসার্স রশিদা ফিলিং স্টেশনের পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৯৮৯ মিলিলিটার কম তেল সরবরাহ করায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদার রহমান, সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) কামরুল পলাশ, বেঞ্চ সহকারী আনিছুর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ