লক্ষ্যমাত্রা নির্ধারণ কোটি ২০ লাখ কেজি চা পঞ্চগড় সহ উত্তরের পাঁচ জেলায় চা পাতা উত্তোলনের এখন ভরা মৌসূম


মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ
  

দেশের উত্তরের প্রধান চা চাষস্থল পঞ্চগড়। এ জেলায় রয়েছে চা চাষের ব্যপকতা। অবৈজ্ঞানিক ভাবে পাথর উত্তোলন বন্ধ থাকায় এখন অর্থকরি ফসল এখন পঞ্চগড়ের প্রাণ।ক্ষূদ্র ও মাঝারি আকারে গড়ে তোলা হয়েছে চা বাগান। চারদিকে সবুজে সুবজে ভরপুর।

প্রতি বছর ডিসেম্বরের শেষ দিকে চা পাতা সরবরাহ না থাকায় বন্ধ হয়ে যায় চা কারখানাগুলো। প্রায় দুই মাস পর আবারও উৎপাদন শুরু হয়েছে চা কারখানাগুলোতে। চলতি বছর পঞ্চগড়সহ পাশ্ববর্তি পাঁচ জেলা থেকে এক কোটি ২০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চা বোর্ড। যা গত বছরের চেয়ে ১৭ লাখ কেজি বেশি। গত বছর রেকর্ড এক কোটি ৩ লাখ কেজি চা উৎপাদনের হয়েছিল পঞ্চগড়সহ উত্তরের ৫ জেলার সমতল ভূমির চা বাগান থেকে। এদিকে চা চাষিদের দীর্ঘদিনের দাবি পঞ্চগড়ে চায়ের অকশন মার্কেট বা নিলাম বাজার করার। উত্তরের জেলাগুলোর উৎপাদিত চা চট্রগ্রাম ও শ্রীমঙ্গলে নিতে পরিবহণ খরচ বেশি হওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে চা চাষিরা। তাদের দাবি চলতি বছরই যেন পঞ্চগড়ে দেশের তৃতীয় অকশন মার্কেট বা নিলাম বাজার করা হয়। এতে করে তারা তাদের উৎপাদিত সবুজ কাঁচা পাতার ন্যায্য মূল্য পাবেন।

পঞ্চগড় সহ উত্তরের ৫ জেলায় শীতের কারণে প্রায় দুই মাস চা বাগান থেকে চা পাতা উত্তোলনের কাজ বন্ধ ছিল। শীত চলে যাওয়ায় গাছের পরিচর্যা করে শুরু হয়েছে নতুন পাতা তোলার কাজ। নারী-পুরুষ শ্রমিকদের পদচারণায় আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে চা বাগানগুলো। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়, ঠাকুরগাও, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলায় ১০ হাজার ১৭০ একর জমিতে চা চাষ করা হয়েছে। গত বছর এসব জমি থেকে ৯৫ লাখ কেজি তৈরি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে গত বছর পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের চলমান ১৮টি চা কারখানায় সরবরাহ করা হয়েছিল পাঁচ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৩৮৬ কেজি সবুজ পাতা। এসব সবুজ পাতা থেকে লক্ষ্যমাত্রা অতিক্রম করে রেকর্ড পরিমান এক কোটি ৩ লাখ কেজি চা উৎপাদন করেছিল চা কারখানাগুলো। চলতি বছর চায়ের জমির পরিমান আরও বেড়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি চা আবাদ হয়েছে পঞ্চগড়ে। জেলার পাঁচ উপজেলায় বর্তমান পর্যন্ত চা আবাদ রয়েছে ৮ হাজার ৬৪২ একর জমিতে। চলতি বছর চা আবাদী জমির পরিমান বেড়ে যাওয়ায় চা উৎপাদনও বেড়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চা বোর্ডের কর্মকর্তারা।

পঞ্চগড় সদরের স্যালিলান টি এস্টেটের ম্যানেজার মো. আব্দুস সালাম জানান, চা উৎপাদন মৌসুম শুরু হয়েছে। কাঁচা চা পাতার ওপর নির্ভর করে চা কারখানা চালু করা হয়ে থাকে। আমরা গত এক সপ্তাহ ধরে কাঁচা চা পাতা সংগ্রহ করছি। আনুষ্ঠানিকভাবে আজ (সোমবার) থেকে কারখানা চালু করলাম। তিনি জানান, মধ্য মার্চ থেকে অধিকাংশ চা কারখানায় চা উৎপাদন শুরু হবে। বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন জানান, পঞ্চগড়ে প্রতিবছর চা চাষ ও চায়ের উৎপাদন বাড়ছে। চায়ের গুণগতমানও বৃদ্ধি পেয়েছে। পঞ্চগড়ে চায়ের নিলাম বাজার স্থাপন করা হলে চা চাষিরা উপকৃত হবে। আমাদের দাবি চলতি বছরেই যেন পঞ্চগড়ের দেশের তৃতীয় অকশন মার্কেট বা নিলাম বাজার করা হয়।

পঞ্চগড়স্থ বাংলাদেশ চা বোর্ড আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন জানান, প্রতি বছর পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের পাঁচ জেলায় চা আবাদি জমির পরিমাণ বাড়ছে। ২০১৯ সালে এই অঞ্চলে ৮ হাজার ৬শ’ ৮০ একর জমিতে চা আবাদ করা হয়েছিল। গত বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৭০ একর জমি। এবারও গত বছরের চেয়ে চা আবাদি জমির পরিমান বাড়বে। 

তিনি আরও জানান, পঞ্চগড়সহ উঞ্চরাঞ্চলের পাঁচ জেলায় ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’ চালু করা হয়েছে। এর মাধ্যমে চা আবাদ বিষয়ে চাষিদের মাঠে গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া স্বল্পমূল্যে উন্নত জাতের চারা ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করে চা চাষ সম্প্রসারণের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। চা চাষিদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিতে ইতোমধ্যে ‘দুটি পাতা একটি কুঁড়ি’ নামে একটি মোবাইল অ্যাপস চালুসহ পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ে পেস্ট ম্যানেজমেন্ট ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। এদিকে এখন থেকে চা চাষিদের বিভিন্ন সমস্যা সমাধান, চাষের নানান রোগবালাই ও পোকা দমনে বিভিন্ন বৈজ্ঞানিক সহায়তা  প্রদান করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ