জলঢাকায় পৌর আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্দোগে ৭ই মার্চ পালিত


আব্দুল মালেক, বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারী জলঢাকায় পৌর আওয়ামীলীগ, উপজেলা মটর শ্রমিক ইউনিয়নসহ পৌর আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্দোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করেছে। পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আশরাফ হোসেন ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ এর নেতৃত্বে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি রোববার সকাল সাড়ে ১০টায় পৌর আওয়ামীলীগ অফিস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন।

পুস্পমাল্য অর্পন শেষে বঙ্গবন্ধুর কন্ঠে সেই ঐতিহাসিক ৭ই মার্চের, ভাষনের বর্ণণা দেন বক্তারা। বাঙ্গালী জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ ২০১৭ সালে ইউনেস্কোর রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়, বলে বক্তারা জানান।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে আব্দুল মজিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের অন্যতম নেতা একে আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন কাদের, উপজেলা তাঁতীলীগের সভাপতি আবু হাসান, শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জোনাব আলী, মটরশ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ মোক্তার হোসেন এবং আওয়ামীলীগ নেতা কামারুজ্জামানসহ পৌর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ