পঞ্চগড়ে মুজিব শতবর্ষে ১০০ উদ্যোগ


মোঃ কামরুল ইসলাম কামু,পঞ্চগড় প্রতিনিধিঃ

মুজিব শতবর্ষ উপলক্ষে পঞ্চগড় জেলায় ১০০টি শুভ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা বুধবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন সভাপতিত্ব করেন। সভায় জেলা পর্যায়ের প্রত্যেকটি সরকারি অফিস থেকে তিনটি তিনটি করে শুভ উদ্যোগ লিখিত ভাবে গ্রহণ করা হয়। এসব উদ্যোগ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি যাচাই বাছাই করে ১০০টি উদ্যোগ গ্রহণ করবে। এসব উদ্যোগ মুজিব শতবর্ষে  বাস্তবায়ন করা হবে। উদ্যোগগুলো হতে হবে জনবান্ধব ও কল্যাণকর।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলিম খান ওয়ারেশি, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বিক্তব্য দেন। সভায় জেলা প্রশাসক জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে ইতোমধ্যে গৃহীত অনেক উদ্যোগ বাস্তাবায়িত হয়েছে। মুজিব শতর্বষকে কার্যকর টেকসইভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এসব উদ্যোগ বাস্তবায়ন কর হবে। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ