স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কা মুক্ত করার দাবিতে পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের মানববন্ধন


মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ
 

ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কা মুক্ত করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে ওই কর্মসূচি পালন করে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা। 

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বাবুল, সদর উপজেলা সভাপতি শামুস কিবরিয়া প্রধান, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েল, জেলা শাখার প্রচার সম্পাদক সাজ্জাদ আলম ভূট্টো, গণসংযোগ সম্পাদক হারুন অর রশিদ, সদর উপজেলা শাখার দপ্তর সম্পাদক হায়দার আলী প্রমূখ। 

বক্তারা বলেন, দলীয় মার্কায় স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কারণে প্রতিটি নির্বাচনেই কম বেশি সহিংসতা হচ্ছে। হতাহতের ঘটনাও ঘটছে। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কা মুক্ত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ