কুড়িগ্রামে বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণের কপি উন্মোচন


নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

১৯৭৩ সালের ২৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর দেয়া ভাষণের পাঠ, মুদ্রিত কপির উম্মোচন করা হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে বঙ্গবন্ধুর ভাষণের কপি উম্মোচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রামে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী বীর প্রতিক আব্দুল হাই, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা এসএম আব্রাহাম লিংকন, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড: আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ