সিসি ক্যামেরার আওতায় ডোমারের বোড়াগাড়ী হাট


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টারঃ
 

সকল গুরুত্বপূর্ণ এলাকাসহ গোটা নীলফামারী জেলাকে সিসি ক্যামেরার আওতায় আনার লক্ষ্যে কাজ শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ডোমার উপজেলার বোড়াগাড়ী বাজার সিসি ক্যামেরার আওতায় এনে এর উদ্বোধন করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে এর উদ্বোধন করেন। বোড়াগাড়ী বাজার বনিক সমিতি অনুষ্ঠানটির আয়োজন করে। 

এ সময় পুলিশ সুপার মোখলেছুর রহমান জানান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে গোটা জেলাকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পুলিশ বিভাগ সকল সিসি ক্যামেরা নিয়ন্ত্রন করবে। তিনি ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনকে গুরুত্বপূর্ণ বাজার এলাকায় সিসি ক্যামেরা বসানোর জন্য ধন্যবাদ জানান। 

ওসি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রত পাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আ.লীগের সভাপতি খায়রুল আলম বাবুল প্রমূখ। বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ওহায়েদুজ্জামান বুলেট, এমদাদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আজিজুল ইসলাম, ডোমার বিট পুলিশিং এর যুগ্ন আহবায়ক রশিদুল ইসলাম, সহিদ আহম্মেদ শান্তু, যুব লীগের যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান রুবেল, গনেশ আগরওয়ালা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার উপস্থিত একশত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ