মো. রিয়াজুল হাসান চয়ন, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনলাইনে চলা ১২ দিন ব্যাপি ইসলামী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে শহরের গোলাহাট রেলওয়ে কলোনী জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলেন ওই মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা মমিনুল ইসলাম নুরী রিজভী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নওশাদ আনসারী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রিয়াজুল হাসান চয়ন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
১২ দিন ব্যাপি চলা ওই ইসলামী কুইজ প্রতিযোগিতায় অনলাইনে বিভিন্ন ইসলামী প্রশ্নের উত্তর দেন অসংখ্য পাঠক। সেখান থেকে সর্বোচ্চ উত্তরদানকারী হিসাব করে ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের বাছাই করা হয়। ১২ দিনে বিভিন্ন ইসলামী জ্ঞানের সর্বোচ্চ উত্তর দিয়ে প্রথম হয়েছেন মো. আজম। দ্বিতীয় মোহাম্মাদ ওয়ারিস কোরাইশি এবং তৃতীয় হয়েছেন যৌথভাবে মোহাম্মদ সাজিদ আত্তারী সাজু ও হাফিজ মোহাম্মদ আল-আমিন আত্তারী।
অনুষ্ঠানের আয়োজক হাফেজ মাওলানা মমিনুল ইসলাম নুরী রিজভী সাহেব জানান, মূলত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সর্বত্র ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতেই এই ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন। এতে করে বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে বর্তমান প্রজন্ম ইসলামী জ্ঞান সম্পর্কে অবগত হবে এবং হচ্ছে।
আগামীতে ইসলামী মূল্যবোধকে চারিদিকে ছড়িয়ে দিতে বড় পরিসরে ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান তিনি।


0 মন্তব্যসমূহ