ভারত থেকে রেলে হিলি বন্দরে চিটা গুড় আমদানি আড়াই হাজার মেট্রিকটন


স্থলবন্দর প্রতিনিধি  হিলি, দিনাজপুরঃ

ভারত থেকে রেলযোগে দিনাজপুরের হিলি স্থলবন্দরে চিটা গুড় আমদানি হয়েছে ২৭৩৬ মেট্রিকটন। আর তা থেকে রেলের ভাড়া বাবদ সরকার রাজস্ব পেয়েছেন ১৯ লাখ ২ হাজার ২৫০ টাকা। দেশের অর্ধেক চিনি কল বন্ধ হয়ে যাওয়ায়, দেশের চাহিদা পুরনে এই গুর আমদানি করছি বলে জানিয়েছেন চিটা গুড় আমদানি কারকরা।

চিটা গুড় আমদানি কারক জয়পুরহাট চেম্বার অপ কমার্সের সভাপতি মেসার্স আনারুল হক জানান, বর্তমান দেশের অধিকাংশ চিনি কলগুলো বন্ধ হয়ে গেছে। যার কারণে ডেলি ফার্মগুলো বিপাকে পড়ছে, সংকটে পড়ছে গো-খাদ্যের। তাদের চাহিদা মেটাতে আমরা এই চিটা গুড় আমদানি করছি। এর আগে আমরা দেশের চিটা গুড় ভারতে রপ্তানি করেছিলাম। বর্তমান ভারত থেকে আমরা আমদানি করছি। 

১২২ ডলারে রেলপথে ভারত থেকে আমাদের ২৭৩৬ মেট্রিকটন চিটা গুড় আমদানি করেছি। এছাড়াও হিলি স্থলবন্দরে আমার আরও প্রায় ৪০০ মেট্রিকটন চিটা গুড় আমদানি করা হয়েছে। হিলি রেল স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, ৫০টি বিটিপিএন (তেল ওয়াগন) এ ২৭৩৬ মেট্রিকটন চিটা গুড় আসছে এই স্টেশনে। যা থেকে ভাড়া পেয়েছে সরকার ১৯ লাখ ২ হাজার ২৫০ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ