দেবীগঞ্জে সমবায়ী ১৬ নারীর হাতে চেক তুলেন দিলেন ইউএনও উপজেলা চেয়ারম্যান


মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দুইটি সমবায় সমিতির ১৬ নারী সদস্যসের মাঝে ঋনের চেক তুলে দিলেন ইউএনও ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। উন্নত জাতের গরু পালনে  গ্রামীণ নারীদের আর্থ সামাজিক উন্নয়নে ঋনের এই চেক হস্তান্তর করা হয়। 

বহষ্পতিবার(২৫ফ্রেব্রয়ারী) দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতির অফিস কক্ষে এই চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি ও উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান , উপজেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল , চেংঠিহাজরা ডাঙ্গা ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র বর্র্মণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সমবায় অফিস সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার  সুন্দরদিঘী ইউনিয়নের দারারপাড় সমবায় সমিতি ও দন্ডপাল মধ্যশিকারপুর সমবায় সমিতির ১৬ জন নারীকে ১ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকার চেক প্রদান করা হয়। শুধু মাত্র ৪% সার্ভিস চার্জ দিতে হবে আগামী তিন বছরের মধ্যে এই ঋনের টাকা পরিশোধযোগ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ