মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে পঞ্চগড়ের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার রাজনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক শীতার্ত মানুষের হাতে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেয়া হয়।
এসময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওয়ারেস, বেরোবি’র পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক ধনেশ চন্দ্র রায়, সদস্য মনিরুজ্জামান মিঠুন, জান্নাতুন নেহার, হুজ্জাতুল ইসলাম আরিফ, সোলেমান আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি খাদেমুল ইসলাম জানান, পঞ্চগড় জেলার সন্তান হিসেবে মানুষের সহায়তা নিয়ে পঞ্চগড়ের শীতার্ত মানুষদের সহায়তায় এই প্রথম আমরা তিনশ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতে আমরা আরো বড় পরিসরে এই কার্যক্রম চালাব।
0 মন্তব্যসমূহ