ঠাকুরগাঁওয়ে তোয়াবুরের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন


মেহেদী হাসান,ঠাকুরগাঁওঃ
 

ঠাকুরগাঁওয়ে নিহত তোয়াবুর রহমানের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন পালন করা হয়। গতকাল বুধবার শহরের চৌরাস্তায় দেড় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। 

নিহত তোয়াবুর রহমানের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, তার স্ত্রী খাইরুমা বেগম, ছেলে সাব্বির হোসেন, মেয়ে তানিয়া আক্তার, ভাই ইউসুফ আলী, বোন সামসুন নাহার, ভাতিজা আবির হোসেন প্রমুখ। বক্তারা তোয়াবুর রহমানের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।  

উল্লেখ্য যে, গত ২০ ডিসেম্বর সদর উপজেলার হরিহরপুর গ্রামে জমি দখল ও গাছ লাগাকে কেন্দ্র করে ওই গ্রামের শহিদ হোসেন গ্রুপের লোকজন তোয়াবুর রহমানকে মারপিট করে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে ওই দিনই রাতে তার স্ত্রী খাইরুমা বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনার ৪ নারীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ