ডিমলায় স্বাস্থ্যবিধি মেনে বই উৎসব পালিত


জাহাঙ্গীর রেজা, বিশেষ প্রতিনিধিঃ
 

বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব এড়াতে মুখে মাস্ক পরিধান করে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১’লা জানুয়ারী-২১ ইং সারাদেশের সাথে নীলফামারীর ডিমলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সকালে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত। ডিমলা উপজেলার ২০২১ শিক্ষাবর্ষের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পহেলা জানুয়ারী বই উৎসব পালনে সকল শিক্ষার্থীদের হাতে-হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। 

উপজেলা সদরে বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ইসমত শুকরিয়া ডায়নার সভাপতিত্বে বই উৎসবের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার। 

এছাড়াও বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলামের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আসাদুজ্জামান কবীর জুয়েল, ইসমত সুলতানা শান্তা, মাসুমা জেসমিন, লায়লা আরজুমান বানু, নুজহাৎ নূয়েবা, তহমিনা আক্তার, ছন্দা রানী বিশ্বাস,সনাতন সিংহ রায় প্রমূখ। অপরদিকে মাধ্যমিক পর্যায়ে ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়, ডিমলা সরকারী বালিকা বিদ্যালয়, জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজ ও ডিমলা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পাঠ্যপ্রস্তক বিতরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ