রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নৈশপ্রহরী জাল স্টাম্পসহ আটক


শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ

রংপুর নগরীতে জেলা প্রশাসক কার্যালয়ের নৈশপ্রহরী হাসানুর রহমান নামের একজনকে  বিপুল পরিমান নকল রেভিনিউ স্টাম্পসহ আটক করেছে মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে বিআরটিএ কার্যালয় থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত হাসানুর রহমান মুনশিপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে। তিনি জেলা প্রশাসক কার্যালয়ের নৈশপ্রহরী হিসাবে দায়িত্বরত রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। 

এতে বিআরটিএ অফিসের সামনের চায়ের দোকানে জাল রেভিনিউ স্টাম্প বিক্রি করা অবস্থায় হাসানুর রহমানকে আটক করে পুলিশ। এসময় তার কাছে ১০ টাকা মূল্যমানের ১৬০০ পিস জাল স্টাম্প উদ্দ্বার করা হয়। যার মূল্য ১৬,০০০/- ( ষোল হাজার ) টাকা। আটককৃত হাসানুর রহমান এর সঙ্গে কেউ জড়িত আছে কিনা। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা পুলিশ অফিসে নিয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ