চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুরঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে “শতবর্ষে বঙ্গবন্ধু, শ্রদ্ধা নিরন্তর” শীর্ষক স্মরণিকা মোড়ক উন্মোচন ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটি দিনাজপুরের চেয়ারম্যান আজিজ আহমদ ভূঞা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন এর সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই এমপি। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার), জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার, সাধারন সম্পাদক এ্যাডঃ হাজী মোঃ সাইফুল ইসলাম, জেলা সরকারি কৌসুলি (জিপি) মুহম্মদ নূরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দিনাজপুরের বিজ্ঞ বিচারক শরিফ উদ্দিন আহম্মেদ, স্পেশাল জজ (জেলা জজ) মোঃ মাহমুদুল করিম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আয়েজ উদ্দিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী জজ মোঃ জামসেদ আলম।
0 মন্তব্যসমূহ