আঃ মতিন সরকার, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিজয়ের মাস উপলক্ষে লাল সবুজের মার্স্ক বিতরণ করা হয়েছে। উপজেলার সুপ্রকাশ সাহিত্য সংসদের উদ্যোগে ১ ডিসেম্বর গতকাল মঙ্গলবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মার্স্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, লেখক, ছড়াকার, কবিতাকর্মী, শিশু সাহিত্যিক ও সাংবাদিক, নাসরিন সুলতানা, এ মান্নান আকন্দ, কঙ্কন সরকার, আব্দুল আজিজ সরকার, মমতাবুল ইসলাম, কমলা কান্ত বর্মন, হাসান রোকন, ফটিক বর্মন, কনক বর্মন, জসিম উদ্দিন, মশিউর রহমান, আল-আমিন, শ্বিনার্ত বর্মন, সুদীপ্ত শামীম প্রমুখ।
পরে উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসানকে তাঁর কার্যালয়ে মাস্ক পড়িয়ে দেন সংগঠনের নেতাকর্মীগণ। শিশু সাহিত্যিক কঙ্কন সরকার জানান বিজয়ের মাসে রীর মুক্তিযোদ্ধাদের স্বরণে লাল সবুজের মার্ক বিতরণ কার্যক্রম কর্মসূচি চালু করা হয়। এই কার্যক্রম অব্যহত থাকবে।
0 মন্তব্যসমূহ