ডোমারে আগুনে ক্ষতিগ্রস্থ বিধবাকে গৃহ নির্মাণ করে দিলেন সমাজসেবক রাসেল রানা


রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার: 

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন হাজীপাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থ দুস্থ আমেনা বেওয়াকে (৬৫) গৃহ নির্মান করে দিলেন ওই ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী রাসেল রানা।

শনিবার বিকালে ক্ষতিগ্রস্থ আমেনা বেওয়ার হাতে ঘর নির্মাণের ঢেউটিন তুলে দেন ও আনুসাঙ্গিক খরচের জন্য অর্থ সহযোগীতার প্রতিশ্রুতি দেন তিনি। এসময় আমেনা বেওয়ার প্রতিবেশী মনসুর আলী উপস্থিত ছিলেন। রাসেল রানা বলেন, মুজীব বর্ষ উপলক্ষে ও করোনাকালীন সময়ে আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে আমার সাধ্যনুযায়ী অত্র ইউনিয়নের অসহায়, গরীব, দুস্থদের সহযোগীতা করছি। আমি সর্বদাই ওইসব মানুষের সেবা করতে নিজে নিয়োজিত রয়েছি।

আমেনা বেওয়া আবেগালুপ্ত হয়ে বলেন আমার একমাত্র ঘরটি আগুনে পুড়েযায়। আমি রাসেল রানার কাছে ঘর তৈরী করার সহযোগীতা চাইলে, তিনি ঘর তৈরী করে দিতে ইচ্ছে প্রকাশ করেন। আজকে টিন কিনে দিয়েছেন। আগামীকাল লোক দিয়ে ঘর তৈরী করে দিবেন।আমি তার জন্য দোয়া করি, সে সর্বদাই মানুয়ের সেবা করুক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ