পঞ্চগড়ে চা চাষীদের প্রশিক্ষণ কর্মশালা


মো. কামরুল ইসলাম কামু পঞ্চগড়ঃ

বাংলাদেশের উত্তরাঞ্চলে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের নিমিত্তে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার জগদল ডিগ্রী কলেজের হলরুমে ক্ষুদ্র চা চাষিদের জন্য “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” মডেলে “চা আবাদিতে পাতা চয়ন ও পোকামাকড় দমন” বিষয়ক হাতেকলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বাংলাদেশ চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক, বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহম্মদ, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন। 

বক্তারা ক্ষুদ্র চা চাষিদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজ উপায়ে চা চাষাবাদ নিয়ে বিস্তারিত আলোনা করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার ৭০ জন ক্ষুদ্র সফল ও আগ্রহী চা চাষি অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ক্ষুদ্র চা চাষিরা সময়মত সঠিক পদ্ধতিতে গুণগতমান সম্পন্ন পাতা চয়ন ও পোকামাকড় দমন করতে সক্ষম হবে। ফলে উত্তরবঙ্গের ক্ষুদ্র পর্যায়ে চা চাষের এক নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। 

চা বোর্ড সূত্রে জানা যায়, কৃষকের দোরগোড়ায় চা সংক্রান্ত সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পর্যায়ে “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” মডেলে বাংলাদেশ চা বোর্ডের এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে। 

দিনব্যাপী প্রশিক্ষণে চায়ের জাত নির্বাচন, নার্সারী, মৃত্তিকা ও সার, পাতা চয়ন, চা গাছ ছটাই, পোকা মাকড় ও রোগ বালাই ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ