কিশোরগঞ্জ সোনামণি আইডিয়াল স্কুলের ২০ হাজার টাকা জরিমানা


খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারীঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র অবস্থিত কিশোরগঞ্জ সোনামণি আইডিয়াল স্কুলে কোচিং ও স্কুলের পরীক্ষা গ্রহনের অপরাধে  ওই স্কুল পরিচালকের ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলিশকে সাথে নিয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। স্কুলের বাহিরে মূল গেট বন্ধ থাকলেও ভিতরে পর্যাপ্ত পরিমানে শিক্ষার্থী ক্লাশ ও পরীক্ষায় অংশ নেয়। সরকার ঘোষিত সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রায় একমাস থেকে গোপনে ওই প্রতিষ্ঠানে কোচিং,ক্লাশ ও পরীক্ষা চলমান রাখায় ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালালে প্রতিষ্ঠানের ভিতরে ক্লাশ ও পরিক্ষা নেওয়ার সময় হাতে নাতে ধরা পরে। ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সরকারী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিষ্ঠানে কোন ক্লাশ পরীক্ষা না নেয়ার জন্য মুচলেকা নেয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ