রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার:
ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মোহাম্মদের (সা.) ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ব্যবসায়ীগণ দোকানপাট বন্ধ রেখে উপজেলার ডোমার বাজার রেল ঘুন্টির মোড়ে দোকান মালিক কর্মচারীর ব্যানারে দুই ঘন্টাব্যাপী মানববন্ধনে সহ¯্রাধীক মুসলিম ব্যবসায়ী ও কর্মচারীসহ মুসল্লিরা অংশ গ্রহন করে।
মানববন্ধনে প্রতিবাদ বক্তব্য দেন, দোকান মালিক শামছুল হক ভুঁইয়া,আসাদুজ্জামান চয়ন, সাজ্জাদ পারভেজ, হেফাজত ইসলামের নেতা নুরুজ্জামান বাবলা, ব্যবসায়ী মালিক আদম, সাহেদ হোসেন, রাশেদুল ইসলাম আপেল, রাকিব ইসলাম, সামিউল আলিম প্রমূখ।
মানববন্ধন শেষে রেলঘুন্টির মোড় হতে ব্যানার, ফেস্টুন সহকারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে মিছিলটি সমাপ্ত করা হয়। বক্তারা, ফ্রান্সের সকল পণ্য বয়কট ও সরকারকে রাষ্ট্রিয়ভাবে ক্ষোভ ও নিন্দা জানানোর আহবান জানান।
0 মন্তব্যসমূহ