পঞ্চগড়ে ১১ দফা দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন


মো. কামরুল ইসলাম কামু পঞ্চগড়ঃ
 

পঞ্চগড়ে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি, এমপিওভূক্তি এবং প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নসহ ১১ দফা দাবিতে মানব্বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রোববরা দুপুরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখা শহরের সেরে বাংলা পার্ক মোড়ের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সহযোগিতায় ঘন্টাব্যাপি মানব্বন্ধনে জেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেয়। এতে দেশ প্রতিবন্ধী স্কুলের পরিচালক ও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের মহাসচিব জহিরুল ইসলাম, 

জগদল প্রতিবন্ধী স্কুলের শিক্ষক সাদিকুল আমিন, সিপাইহাট বুদ্ধি প্রতিবন্ধি স্কুল ও অটিষ্টিক বিদ্যালয়ের বিঞ্চু রায় বক্তব্য প্রদান করেন। এতে জেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেয়। পরে তারা মিছিল নিয়ে ১১ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যেমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিনা বেতনে প্রতিবন্ধী স্কুলে শিক্ষকতার কাজ করছি। কিন্তু দীর্ঘদিনেও আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভূক্তি হয়নি। তাদের জীবনমান উন্নয়নের জন্য ১১ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী প্রতি আকুল আবেদন জানান শিক্ষকরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ