কক্সবাজার জেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এন আলম আজাদঃ কক্সবাজার জেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ১৩ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় কক্সবাজার জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণে বিজিপি বিওপি সড়ক মেরামত ও সংস্কার, খুরুশকুল আশ্রয়ন প্রকল্পে নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রবারণা ও দুর্গাপূজা উৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, কোভিড-১৯ সেকেন্ড ওয়েভ প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা, রোহিঙ্গা ক্যাম্পের কাটাতারের বেড়া নির্মাণ কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা, ক্যাম্পে সিআইসি কর্তৃক আয়োজিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা, এলপিজি ব্যবসায় অনিয়ম বন্ধে ব্যবস্থা গ্রহণ, সড়কের ওপর টোল আদায় বন্ধ করা, পাহাড় কাটা, বালু উত্তোলন বন্ধে জিরো টলারেন্স, সমুদ্র সৈকতে আলোকায়নের লক্ষ্যে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ, রোহিঙ্গারা যেন বাংলাদেশী পাসপোর্ট না পায় সে বিষয়ে সজাগ থাকা, আগামী ১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে সংশ্লিষ্ট সকলের যথাযথ ভূমিকা পালনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে অন্যন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলি, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার,জেলা আওয়ামীলীগের সভাপতি, সংসদ সদস্যবৃন্দ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজলা নির্বাহী অফিসারগণ, সেনাবাহিনীর প্রতিনিধি, নৌবাহিনীর প্রতিনিধি, অধ্যক্ষ,কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন এর প্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সদর হাসপাতাল, পৌরসভার মেয়রবৃন্দ,উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, নির্বাহী প্রকৌশলী, ডিপিএইচই ও এলজিইডি, জেলা খাদ্য নিয়ন্ত্রক, সাংবাদিক,সহ কক্সবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ