দেশব্যাপী ধর্ষনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাপা


মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধিঃ 

নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানী ও ধর্ষণের ঘটনায় সঙ্গে জড়িত সকল ধর্ষকদের বিচার ও ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ  মানববন্ধন পালিত হয়। 

গ্রীন ভয়েস জেলা শাখার আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন (বাপা)’র জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, বাংলাদশে জাতীয় পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক ও সমাজসেবক আবুল সালেক, গ্রীন ভয়েসের জেলা শাখার সমন্বয়ক মাহামুদুল হাসান মুন, সদস্য এ্যাডভোকেট আহসান হাবীব সরকার, আজহারুল ইসলাম জুয়েলসহ গ্রীন ভয়েস ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। 

বক্তারা বলেন, এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণ ও নোয়াখালী বেগমগঞ্জে বিবস্ত্র অবস্থায় নারীকে নির্যাতনের সঙ্গে জড়িতসহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনায় জড়িত সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানাই।এছাড়াএকই দাবিতে ওই স্থানে দুপুরে মানববন্ধন করে পঞ্চগড়ের এনজিও প্রতিষ্ঠানের বিভিন্ন এনজিও কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ