জাহাঙ্গীর রেজা, স্টাফ রিপোর্টারঃ
প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রীর ঘরে বিছানায় শুয়ে শুয়ে রাতের বেলা মোবাইল ফোনে ছবি দেখার প্রাক-কালে হাতে-নাতে আটক করে প্রেমিক যুগোলকে থানায় সোর্পদ করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, নীলফামারী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে।
জানা গেছে, উক্ত গ্রামের রাশেদ খানের ছেলে শহিদুল ইসলাম (২০) এইচ.এস.সি ২য় বর্ষের শিক্ষার্থী। তার প্রতিবেশী চাচাতো ভাই ইউনুস আলীর স্ত্রী আকলিমা বেগম এক সন্তানের জননী এর সঙ্গে প্রায় ৩ মাস ধরে গভীরভাবে প্রেমের সম্পর্ক চলছে।
আকলিমা জানায়, আমার চাচতো বোনের সঙ্গে তার সম্পক ছিল। তার অন্যত্রে বিয়ে হলে সে আমাকে প্রস্তাব দেয় এ থেকে শুরু হয় আমাদের প্রেমের সম্পক। আমার স্বামী ৪,৫ দিন হয় বাহিরে কাজ করতে গেছে।
৩ অক্টবর রাত প্রায় সাড়ে ১০টার সময় সে আমার ঘরে এসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ফোনে ছবি দেখার সময় শাশুড়ি এসে হাতে নাতে ধরে ফেলে। ঘটনার সত্যতা নিশ্চত করে, চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি অতপর তাদেরকে আইনের আওতায় সোর্পদ করার জন্য বলেছি।
0 মন্তব্যসমূহ