সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে উত্তাল গাইবান্ধা


রফিক, গাইবান্ধা প্রতিনিধি:
 

আদিবাসী ছাত্রী রুখিয়া রাউত ধর্ষণ ও হত্যা, সিলেটের এমসি কলেজে গৃহবধু এবং নেয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুসহ সারাদেশে  বর্বরোচিত ধর্ষণ নিপীড়ন ,নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ,বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে গাইবান্ধা।

শনিবার (১০ অক্টোবর) জেলা শহরের ডিবি রোড, শহীদ মিনার ও আসাদুজ্জামান মার্কেটের সামনে ওই সব ঘটনার প্রতিবাদে ব্যানার ফ্যাস্টুন হাতে বিভিন্ন রাজনৈতিক ,সাংস্কৃতিক ,সামাজিক সংগঠনের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেয়। 

ছাত্রলীগ,  আদিবাসী বাঙালি সংহতি পরিষদ,মহিলা পরিষদ,কর্মজীবী নারী,দুর্বার নের্টওয়ার্ক ,সম্প্রীতি ফোরাম,সুজন,বিকশিত নারী নেটওয়ার্ক,জাতীয় যুবজোট, আমাদের গাইবান্ধা, জনউদ্যোগসহ অন্তত ১৫টি সংগঠন মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়।

এ সময় বক্তরা, সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ,নারী নির্যাতনসহ খুন বৃদ্ধি পেয়েছে। তারা অবিলম্বে সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সেই সাথে সামাজিকভাবে অপরাধীদের সনাক্ত করে প্রতিহত করার দাবি জানান বক্তারা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ