পঞ্চগড়ে বালি বোঝাই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড়ঃ 
পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় মেহেদী হাসান মুন (২৬) ও উৎপল চন্দ্র রায় (২৫) নামে দুই কারারক্ষী নিহত হয়ছেনে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজলোধীন মাগুরা ইউনিয়নের পঞ্চগড়- আটোয়ারী সড়করে প্রধান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

জানা গেছে নহিত মেহেদী হাসান মুন(২৬) দিনাজপুররে র্পাবতীপুর উপজলোর আব্দুল মোমিনেরে পুত্র। ও উৎপল চন্দ্র রায় (২৫) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজলোর সতেন্দ্রনাথ রায়ের পুত্র ওই দুই কারারক্ষী পঞ্চগড় কেন্দ্রীয় কারাগারে র্কমরত ছিলেন। তারা দুজনে আটোয়ারী উপজেলা থেকে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে ফিরছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আটোয়ারী উপজেলা থেকে ওই দুই কারারক্ষী মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে ফেরার পথে রজনী খালপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি দ্রুতগামী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংর্ঘষ হয় এবং ঘটনাস্থলে ওই দুই কারারক্ষী মারা যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পঞ্চগড় ফায়ার সার্ভীস র্কমীদরে সহযোগিতায় তাদের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল র্মগে পাঠায়।
পঞ্চগড় সদর থানার উপ-পরির্দশক মো. কাইয়ুম সড়ক র্দূঘটনায় দুই কারারক্ষীর নহিতরে বিষয়টি নিশ্চিত করনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ