মোহাম্মদ এরশাদঃ
চট্রগ্রাম বিভাগীয় দল ও বাংলাদেশ মহিলা অনূর্ধধ ১৯ দলের খেলোয়াড় মাইশা শুভ জন্মদিন। আজ ১১ সেপ্টেম্বর চট্রগ্রাম বিভাগীয় দল ও বাংলাদেশ মহিলা অনূর্ধধ ১৯ দলের খেলোয়াড় মাইশা'র ১৮ তম জন্মদিন।
তার জন্ম কক্সবাজার জেলায় হলেও সেই চট্টগ্রাম বিভাগ হইতে বাংলাদেশ মহিলা অনুর্ধধ ১৯ দলের একমাত্র নারী ক্রিকেটার হিসেবে দক্ষতার সাথে জায়গা করে নেন মাইশা। মাইশা’র জন্মদিনে চট্রগ্রাম বিভাগীয় দলের সকল খেলোয়াড় ও বাংলাদেশ মহিলা অনূর্ধধ ১৯ দলের সকল খেলোয়াড়দের পক্ষ থেকে এবং বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা করেন।
0 মন্তব্যসমূহ