ভারতের জেল থেকে মুক্তি পাওয়া চিলমারীর ২৬ জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

নয়ন দাস, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ২৬ জেলে ভারতের জেল থেকে মুক্তি পেয়ে আসা পরিবারের মাঝে প্রতিমন্ত্রী জাকির হোসেন খাদ্য সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে চিলমারী উপজেলা পরিষদ সভা কক্ষে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। 

উপজেলা প্রশাসন চিলমারীর আয়োজনে  ভারপ্রাপ্ত  উপজেলা নির্বাহী অফিসার নুর- ই  জান্নাত রুমির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম , উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য গত ৩ মে দেশে ফেরার সময় ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যাওয়া ২৬ বাংলাদেশিকে আটক করে ভারতের ধুবড়ি পুলিশ। এদের একজন ভারতে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের সকলের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলায়।

গত শনিবার (২৯ আগস্ট) ভারতের ধুবড়ি আদালতের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে কারামুক্ত হয়ে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় বুড়িমারি-চেংড়াবন্ধা চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ