ডোমারে জাতীয় শোক দিবস পালিত

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: 
নীলফামারী ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নে জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া, বৃক্ষ রোপণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

শনিবার সকাল আটটায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, কালো ব্যাচ ধারন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন করা হয়েছে।

গোমনাতি ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মসুচিগুলোর সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ। ওই সময় ইউপি সচিব রহিদুল ইসলাম, ইউপি সদস্য সফিকুল ইসলাম, আবু হানিফ, আব্দুল কাদের, সংরক্ষিত নারী সদস্য রুবি বেগম, রুবি আক্তার, আমেনা বেগম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সফিউল আলম, ছাত্রলীগ নেতা কৃষ্ণপদ রায় প্রমূখ উপস্থিত ছিলেন। 

এদিকে অনুরুপ কর্মসুচি উপজেলা ১০ ইউনিয়ন পরিষদে ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ