দিনাজপুরের খানসামায় জরিমানা ও মাস্ক বিতরণ

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুরঃ
দিনাজপুরের খানসামায় মাস্ক না পরায় দোকানি ও পথচারীসহ ১৪ জনকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্কের ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত মোবাইল কোর্ট এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন পাকেরহাট, পাঁচপীর বাজার, ঘাটপাড় ও খানসামা বাজার।

বৃহস্পতিবারে মামলা সংখ্যা: সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ১৪ টি মামলা। মোট জরিমানা: ৭০০০ টাকা।

বৃহস্পতিবার  (২৭ আগস্ট)  সকাল থেকে বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম এই জরিমানা করেন।

 'করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বিভিন্ন হাট বাজারে এ অভিযান চালানো হয়। 

এসময় মাস্ক পরিহিত ছাড়া দোকানে পণ্য বিক্রি না করার ও মাস্ক ছাড়া চলাচল করার জন্যে দোকানি ও পথচারীকে জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ