সৈয়দপুরে সমাজসেবা অধিদফতরের অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মিজানুর রহমান মিলন ষ্টাফ রিপোর্টারঃ
সৈয়দপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতা বিতরণে আধুনিকায়ণ ও সমাজসেবা অধিদফতরের কার্যক্রম সমূহের অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায়  উপজেলা পরিষদের পুরাতন হলরুমে ওই সেমিনারের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ  চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলফামারী সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক (ডিডি) মো. মোশাররফ হোসেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য বলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাওয়া খাতুন।

সেমিনারে অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন  সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. জিয়াউল হক জিয়া, খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল প্রমূখ। 

সেমিনারে সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক নুসরাত ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার প্রমূখ উপস্থিত ছিলেন।

এতে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, ইউপি চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী,এনামুল হক চৌধুরী, রেজাউল করিম লোকমান, কাউন্সিলর শাহীন আকতার শাহীন, কাজী জাহানারা বেগম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা,এনজিও প্রতিনিধি সাংবাদিক,

সমাজকর্মী,ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ ৪০ জন অংশ নেন। উক্ত সেমিনারে সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা  কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতা বিতরণে আধুনিকায়ণ ও সমাজসেবা অধিদফতরের কার্যক্রমসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।               

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ