পলাশবাড়ীতে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেছেন এ্যাড. স্মৃতি এমপি

আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৮ টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ আসনের সাংসদ এড.উম্মে কুলসুম স্মৃতি। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন,সহকারি কমিশনার(ভূমি) মোছা.মেরিনা আফরোজ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম,

থানা অফিসার ইনচার্জ মো.মাসুদুর রহমান মাসুদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার,পুলিশ পরিদর্শক(তদন্ত ওসি)মতিউর রহমানসহ পোনা অবমুক্তকরণ কমিটির সদস্য ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,২০২০-২১ পোনা অবমুক্তকরণ কার্যক্রমে চলতি অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ৮টি জলাশয়ে ৩৭০.৩৭ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

এর আগে এদিন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মাঠের বাজারে আবু বকর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার চার তালা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। 

এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান নয়ন, বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ ,

অত্র মাদ্রসার অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, অত্র মাদ্রসার সভাপতি মোঃ মাসুদ করিম প্রধান, বাংলাদেশ আওয়ামীলীগ ৬নং বেতকাপা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মিঠু মিয়া সহ বিভিন্ন নেত্রী বৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ