গাইবান্ধায় বিভিন্ন অবকাঠামোর কাজ উদ্বোধন করেন এমপি শামীম

আঃ মতিন সরকার, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন অবকাঠামোর ভিত্তি স্থাপন, উদ্বোধন, শতভাগ বয়স্ক ও বিধবা ভাতার কার্যক্রমের প্রচারণা এবং প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শাশীম হায়দার পাটোয়ারী। গতকাল বুধবার ( ২৬ আগষ্ট) সকালে এমপি শামীম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাইকেল গ্যারেজের উদ্বোধন করেন। 

এরপর উপজেলা পরিষদ চত্বরে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতার কার্যক্রমের প্রচারণার শুচনা করেন। দুপুরে তিনি সুন্দরগঞ্জ হতে মাঠের হাট জিসি রাস্তার মেরামত কাজের এবং বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তি স্থাপন করেন। 

বিকালে এমপি শামীম  বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ক্রিকেট খেলার উদ্বোধন করেন। খেলায় উপজেলা যুবসংহতি বনাম ছাত্র সমাজ অংশ গ্রহন করে। দিনব্যাপী বিভিন্ন কর্মকান্ডে পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, 

উপজেলা প্রকৌশলী আবুল মুনছুর, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার প্রামানিক, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব খোকন, বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সাজেদা বেগম, উপজেলা জাপার সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার, 

এমপির বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি, উপজেলা যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম রানা, স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজনসহ উপজেলা, ইউনিয়ন জাপা ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ