রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার উপজেলায় বজ্রপাতে ফাতেমা বেগম (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
তার স্বামী আব্দুর মান্নানকে (৫০) গুরুত্বর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার(২ জুলাই) সকাল ছয়টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবস এলাকার কাজেন পাইকার পাড়ায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, সকাল ছয়টায় নওদাবস এলাকায় বাড়ির পাশে বৃষ্টিপাতের মধ্যেই জাল দিয়ে মাছ ধরছিল আব্দুল মান্নান। তার পাশে ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিল স্ত্রী ফাতেমা। হঠাৎ বজ্রপাত হয়। এতে স্বামী-স্ত্রী দুই জনেই মাটিতে লুটিয়ে পড়ে। ফাতেমার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এলাকাবাসী আশংকাজনক অবস্থায় আব্দুল মান্নানকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আব্দুল মান্নান ওই এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বজ্রপাতে ফাতেমা বেগমের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।
0 মন্তব্যসমূহ