বীরগঞ্জে ওয়ার্ল্ড বাংলাদেশের উদ্যোগে সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক প্রদান

মোঃ নাজমুল হোসেন, দিনাজপুরঃ 
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

গতকাল ৬ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বীরগঞ্জ উপজেলার ২৫ জন সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক প্রদান করেন 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন। এসময় নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন বলেন, কোভিড-১৯ প্রতিরোধে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরাসহ তথ্য দিয়ে সাংবাদিকবৃন্দ প্রশাসনকে অনেক সহযোগিতা করে যাচ্ছেন। 

করোনাকালিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ উপজেলায় অতিদরিদ্র ৩৪১ পরিবারে বিকাশের মাধ্যমে নগদ ১,০৪১,৯২৫ টাকার অর্থ সহায়তা প্রদান করেছে। 

এর মাধ্যমে করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের কারণে সংকটে থাকা নিম্নআয়ের মানুষের পরিবারের তাৎক্ষনিক চাহিদা পূরণ করা সহায়তা করেছে । ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এপি ম্যানেজার মানুয়েল হাসদা বলেন 

‘এই ধরনের সংকটে সময় পরিবারে নানান অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়। ফলে শিশুরা নানা ধরণের নির্যাতনের শিকার হয়। 

উপস্থিত সাংবাদিকবৃন্দ ওয়ার্ল্ড ভিশন সংস্থার কার্যক্রম অত্যন্ত উন্নয়নমুখী ও প্রশংসনীয় উল্লখ্য করে বীরগঞ্জ উপজেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি বিশেষ ভূমিকা রাখায় সংস্থাটিকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ