ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ্য পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুরঃ
২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর পৌরসভা কার্যালয়ে আসন্ন পবিত্র ঈদ উল আযহা ২০২০ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দিনাজপুর পৌরসভার নামে বরাদ্দকৃত ৪৬.২১০ মেঃ টন খাদ্যশস্য ৪৬২১ টি কার্ডের বিপরিতে তালিকা ভূক্ত প্রতি দুঃস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হয়।

দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের দুঃস্থ্য পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ,

সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান বকুল, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোস্তফা কামাল মুক্তিবাবু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান নওশাদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ,

৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃজাহাঙ্গীর আলম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আকবর অরেঞ্জ, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিরাতুল ইসলামবাবু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম রমজান প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ