কালীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলন", ড্রেজার পুড়িয়ে দিলেন ইউএনও

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাটঃ   
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের দুর্যোগময় সময়ে প্রশাসন যখন করোনা সংক্রমণ রোধে এবং বাজার মনিটরিংসহ বিভিন্ন কাজে ব্যস্ত ঠিক তখন চলবলা উঃ বারাজান এলাকার বালু খেকো মকলেছার রহমান বালু উত্তোলনের মহা উৎসবে ব্যস্ত। 

 এমন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাড়ঘাট ব্রিজ এলাকা সংলগ্ন উত্তর বারাজান এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। 

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি খবর পেয়ে বালু ব্যবসায়ী মকলেছার ও ড্রেজার মালিক পালিয়ে যায়। পরে বালু উত্তোলনের ড্রেজার পাইপসহ যাবতীয় সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। 

 এসময় উমর ফারুক, আনিছুর এবং জিয়ারুল নামে বালু উত্তলনের ৩ শ্রমিক কে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।  এ বিষয় জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন সর্বদা সোচ্চার রয়েছে। 

সেই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান । 

সার্বিক সহযোগিতায় ছিলেন কালীগঞ্জ থানার এসআই তুষার কান্তি রায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ