ডোমারে নতুন করে করোনায় আক্রান্ত ৪ জন, উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৭ জন

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার উপজেলায় নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছে ৯জন।


উপজেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানাযায়, গত ৩ জুন ও ৪ জুনের নমুনার আংশিক ফলাফলে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গার (৪০) বছর বয়সী পুরুষ, গোমনাতী ইউনিয়নের আমবাড়ী ডাঙ্গাপাড়ার  (৪৫) বছর বয়সী পুরুষ, ভোগডাবুড়ী সাহাপাড়ার (২২)বয়সী নারী, ডোমার চিকনমাটির (৬৫) বছর বয়সী বৃদ্ধাসহ ৪জনের করোনা রেজাল্ট পজেটিভ আসে ১০ জুন রাত এগারোটায়।

আক্রান্তকারীরা ঢাকা হতে বাড়ী আসার পর জ্বর ও কাশি দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১০ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ