দিনাজপুর শহরের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের বিশেষ ওএমএস কার্যক্রম বিষয়ক আলোচনা সভা

মো: মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, দিনাজপুরঃ দিনাজপুর শহরের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ ও ২নং ওয়ার্ড সহযোগী সংগঠন এর অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে ২নং ওয়ার্ডের বরাদ্দকৃত নির্ধারিত ৮৫৮টি বিশেষ ওএমএস ভোক্তার তালিকা তৈরিকরণ বিষয়ক আলোচনা সভা। ৪ মে, ২০২০ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুর শহরের পাক পাহাড়পুরস্হ শিক্ষা দপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ ওএমএস ভোক্তার তালিকা তৈরিকরণ বিষয়ক আলোচনা সভায় মুখ্য আলোচনায় অংশগ্রহণ করেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (মহিবুল)। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের পূর্ব চাউলিয়াপট্টি মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান মনা, পশ্চিম চাউলিয়াপট্টি মহল্লা কমিটির সভাপতি মোঃ ওসমান শরীফ ও সাবেক সভাপতি মো. আব্দুল খালেক, পাক পাহাড়পুর মহল্লা কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ফন্‌তে, পাটুয়াপাড়া মহল্লা কমিটির সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাদা, মুদিপাড়া মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোজাহার আলী, সাধারণ সম্পাদক ডা. মো. আরাফাত উল্লাহ খোকন ও সদস্য প্রভাষক ইফতেখারুল মামুন, কাঞ্চন কলোনী মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম কুট্টি, দিনাজপুর জেলা মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজমুন নাহার ছন্দা, ২নং ওয়ার্ড মহিলা যুবলীগের সভাপতি ময়না বেগম ও সাধারণ সম্পাদক বিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, একই পরিবারের একাধিক ব্যক্তিকে তালিকায় কোনভাবেই অন্তর্ভুক্ত করা যাবে না।য়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ